‘অযত্ন অবহেলায় ৪৯ বছর, চরকিং হাজী আছলাম মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’

রাশেদুল ইসলাম: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং হাজী আছলাম মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অযত্ন অবহেলায় ৪৯ বছর পেরিয়ে গেলো। বিদ্যালয়টি হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত। শিক্ষানুরাগী নাছিরুল হক মাসু সওদাগর ১৯৭৩ সালে হাজী মোঃ আছলাম মিয়ার নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকায় শিক্ষার আলো ছড়ালেও বিদ্যালয়টির প্রয়োজনীয় অবকাঠামোর কোন উন্নতি হয়নি। জরাজীর্ণ বিদ্যালয়টির অবস্থা এতটাই খারাপ যে একটু বৃষ্টি হলে আর পাঠদান করা সম্ভব হয় না এতে পড়ালেখার মান উন্নয়নে যথেষ্ট অসুবিধা হচ্ছে। সম্প্রতি অতিবৃষ্টির কারনে একটি গাছের গোড়ার মাটি নরম হয়ে বিদ্যালয়টির উপরের অংশের টিনের উপর উপুড় হয়ে পড়লে বেশ কিছু টিন ছিদ্র হয়ে যায়। নড়বড়ে চেয়ার-টেবিল, দরজা-জানালা এরকম অনেক সমস্যায় জর্জরিত এই বিদ্যালয়টি।
স্থানীয় ফাহাদুল ইসলাম ডেইলি ঢাকা মেইল কে বলেন, হাতিয়া উপজেলার অন্যান্য এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো যেখানে পরিবেশ, অবকাঠামোর দিক দিয়ে প্রতিযোগিতামূলক উন্নতি হচ্ছে সেখানে কেন? কোন কারণে চরকিং হাজী আছলাম মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এত অযত্ন অবহেলায় পড়ে আছে তা আমাদের বোধগম্য নয়।
স্থানীয়দের দাবি বিদ্যালয়টির সংস্কার এবং যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হাতিয়া উপজেলা শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে।