রিফাত হোসেন (মেশকাত) আক্কেলপুর, জয়পুরহাটঃ জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে চোর সন্দেহে পাঁচ জন মহিলাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জনকে ৭ দিনের কারাদন্ড এবং তিন জনকে পৃথকভাবে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত এবং রেল স্টেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় চিলাহটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে একটি ছয়মাস বয়সী শিশুসহ পাঁচজন মহিলা ট্রেন থেকে নামেন। নামার পর তাদের আচরণ ও গতিবিধ সন্দেহ জনক হলে তাৎক্ষণিক রেল স্টেশনে থাকা দায়িত্বরতরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায়।

এসময় তাদের কথাবার্তায় অসংগতি ও সন্দেহজনক হওয়ায় থানা পুলিশ ও উপজেলা প্রসাশনকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম হাবিবুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ডরমন্ডল গ্রামের ইব্রাহিমের স্ত্রী হামিদা আক্তার (২৪) এবং দনু মিয়ার স্ত্রী রিপন আক্তার (৩৫) কে সাত দিনের কারাদন্ড প্রদান করেন। একই গ্রামের অপর তিনজন আলী আসগরের স্ত্রী রোজিনা (৩০) কে ৫’শত, ফারুকের স্ত্রী লিজা (১৮) কে ৫’শত এবং কাজল মিয়ার স্ত্রী মর্জিনা (২০) কে ১ হাজার টাকা জরিমানা করেন।

ডেইলি ঢাকা মেইল কে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম হাবিবুল হাসান বলেন, ‘তারা বিভিন্ন সময় ট্রেন এবং রেলওয়ে স্টেশনে যাত্রিদের টার্গেট করে নিয়মিত চুরি করত। তারা একটি সংঘবদ্ধ চোর চক্র। জিজ্ঞাসাবাদের পর অপরাধ বিবেচনায় তাদের দু’জনকে সাত দিনের জেল এবং তিনজনকে জরিমানা করা হয়।