আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

আত্রাই উপজেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দূর্গাপূজা -২০২২ উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টার সময় আত্রাই থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকারের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (নওগাঁ সদর সার্কেল) রাকিবুল ইসলাম ইবনে রহমান, পাঁচুপুর ইউনিয়নের চেয়ারম্যান খবিরুল ইসলাম, আহ্সানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এ এম মঞ্জুরুল আলম, মনিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান সম্রাট হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক স্বপন কুমার সাহা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান, সাংবাদিক বৃন্দসহ উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। এ বছর উপজেলায় ৪৯ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সামসুজ্জামান সেন্টু
আত্রাই উপজেলা প্রতিনিধি।