আধুনিক শিক্ষার অগ্রদূত কাজী সুপ্রভা ইসলাম

তরিকুল ইসলাম তারেক: একজন শিক্ষক, পথ প্রদর্শক। পৃথিবীতে কত রকমের মানুষ আছে! প্রত্যেক মানুষ তার কর্ম-গুণে আলাদা। মেধা ও প্রজ্ঞা, সুরুচি ও সৌজন্য, বিনয়ী, উদার মন, দায়িত্ববান, আধুনিক শিক্ষার অগ্রদূত-একসঙ্গে এসব গুণ ও বৈশিষ্ট্যের মানুষ সমাজে খুব কমই মেলে। শিক্ষক বলতে আমরা যা বুঝি-জ্ঞান সাধক ও জ্ঞান-উৎপাদক, আদর্শ ও মূল্যবোধের ধারক, যার সংস্পর্শে এলে সেই জ্ঞান ও মূল্যবোধ কিছুটা হলেও সঞ্চালিত হয়। কাজী সুপ্রভা একজন সক্রিয় চিন্তার মানুষ, বিশ্বমারি করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী যখন সকল স্কুল বন্ধ ঘোষণা করেন ঠিক তখন স্কুল থেকে শিশু ঝরে পড়া রোধ, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে প্রাণ প্রিয় কোমলমতি শিক্ষার্থীদের শিখন কার্যে সহায়তার জন্য এগিয়ে আসেন এই শিক্ষানুরাগী শিক্ষক। বাংলাদেশের বহুল আলোচিত এবং আলোকিত অনলাইন শিক্ষা বিষয়ক ফেসবুক পেজ গুলির মাধ্যমে অনলাইনে লাইভ ক্লাস, গুগল মিটক্লাস এবং জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে স্থানীয় ডিস চ্যানেলে ধারণকৃত ক্লাস প্রদর্শন করার সুযোগ হয়েছিল এই শিক্ষকের। প্রায় ১হাজার ৯শত মিনিটের ৭৬টি অনলাইন পাঠ প্রদর্শনী (প্রায় ৪লক্ষ ৫৬ হাজার জন) দেখেছেন বাংলাদেশর প্রথমিক বিদ্যালয়ে পড়ুয়া কমলমতি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের লাইক ওকমেন্টস এর কারণে তার একাধিক পাঠ প্রদর্শনী একাধিক অনলাইন পেজে মোস্ট পপুলার পাঠ প্রদর্শনী হিসেবে নির্বাচিত হয়েছে। ঘরে বসে শিখি (বাংলাদেশ শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক পরিচালিত), জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে স্থানীয় ডিস চ্যানেলে ধারণকৃত ক্লাস, বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ওঈঞ, চঊঈঊ অনলাইন স্কুল, রামগড় অনলাইন প্রাইমারি স্কুল, পানছড়ি অনলাইন প্রাইমারি স্কুল, ঝিনাইদহ অনলাইন প্রাইমারি স্কুল, বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক, সরিষাবাড়ি অনলাইন প্রাইমারি স্কুল এবং শিক্ষার আলো ডট কম পেজে নিয়মিত পাঠ প্রদর্শন করেছেন তিনি। মানুষ গড়ার কারীগর শিক্ষক কাজী সুপ্রভা সাংবাদিকের একান্ত সাক্ষাতে বলেন, প্রাথমিক শিক্ষার ক্রান্তিকালীন সময়ে কমলমতি শিক্ষার্থীদের শিখন কার্যে সহায়তা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। কারও সমালোচনা নয় বরং নিজের কাজটুকু পরিশ্রম, সততার সঙ্গে পালন করলে পরিবর্তন হবেই, এটাই মুল কথা। তার কর্মকান্ড ও অবদানের জন্য বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল এর আয়োজনে- ও’স ঃযব ংড়ষঁঃরড়হ……..এই প্রতি পাদ্যকে সামনে রেখে দেশের ৬৪ জেলা থেকে আগত গুনি শিক্ষকদের অংশ গ্রহণে হোটেল “হিলটাওয়ার, কক্সবাজারে দিন ব্যাপী “প্রাথমিকে ব্লেন্ডেড শিক্ষায় শিক্ষকের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা ও করোনাকালীন সময়ে অনলাইনে পাঠদান কারী (নির্বাচিত) সম্মানিত শিক্ষকদের অংশ গ্রহণে অনুষ্টিত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে এবং শিক্ষার আলো ডট কম পরিবার কর্তৃক আয়োজিত ঢাকায় অনুষ্ঠিত “করোনা যোদ্ধা শিক্ষক মেলা-২০২১” নামক কর্ম সূচিতে সম্মাননা স্মারক, ক্রেস্ট, সনদ, স্মরণীকা প্রদান করা হয় তাকে। এছাড়াও তিনি একাধিক অনলাইন প্লাটফর্ম থেকে সনদ পত্র পেয়েছেন।