শেখ আবদুল্লাহ, আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধিঃ আনোয়ারা উপজেলার বাবার সাথে বিলে সার নিয়ে গিয়ে মো. মহসিন খান ওরপে আসিফ (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী জমিতে পড়ে মৃগী রোগে আক্রান্তে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হযরত আলী মাষ্টারের বাড়ির মো. ছৈয়দ নূরের ছেলে বলে জানা গেছে। ওই কিশোর স্নায়ুবিক রোগে (মৃগী) আক্রান্ত ছিল।সে উপজেলার চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শাখার এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, মো. আসিফ গতকাল এসএসসি পরীক্ষা দিয়ে এসে খাওয়া দাওয়া শেষ করে তার বাবার কথা মত তাদের চাষাবাদের জমির জন্য সার নিয়ে যায় বিলে।
ওই সময় সার জমিতে রেখে তার বাবা তাকে বাড়িতে চলে যেতে বলেন। চলে যাওয়ার পথে সে হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে জমিতে পড়ে যায়। সেখান থেকে তাঁর বাবা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে আনোয়ারা হলি হেলথকেয়ারে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেন দায়িত্বরত চিকিৎসক। চমেক হাসপাতালে ভর্তি হওয়ার দশমিনিটের মাথায় সে মৃত্যুবরণ করেন।

মোঃমহসিনের সহপাঠীরা জানান, মহসিন আমাদের সঙ্গে আজকে গণিত পরীক্ষা দিয়েছে তার মৃগী রোগ ছিল। হঠাৎ সে এইভাবে চলে যাওয়ায় আমরা খুবই মর্মাহত।

পরে বৃহস্পতিবার রাত দশটায় জানাজার নানাজ শেষে স্থানীয় একটি কবরস্থানে নিহত মো. মহসিনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খালেদ নেওয়াজ চৌধুরী (খোকন) এ তথ্য নিশ্চিত করেছেন।