নিজস্ব সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৃহৎ ইসলামিক, অরাজনৈতিক, সুন্নি, সামাজিক ও মানবিক সংগঠন “আমান উল্লাহ পাড়া আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) স্মৃতি সংসদ” এর মাসিক আলোচনা সভা ও জশনে জুলুস সফল করার জন্য সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৭ই অক্টোবর) এশার নামাযের পর অত্র সংগঠনের কার্যালয়ে মাসিক আলোচনা সভা ও জশনে জুলুস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমান উল্লাহ পাড়া আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ফখর উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহিম হোসেন ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তেলোয়াত করেন অত্র সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মোহাম্মদ ইয়াসিন৷

উক্ত সভায় বক্তব্য রাখেন অত্র সংগঠনের সহ সভাপতি মোঃ মাঈন উদ্দীন, রবিউল হোসেন (সহ-সাধারণ সম্পাদক), শাকিব ইসলাম (দপ্তর সম্পাদক), মোহাম্মদ আজাদ হোসেন (অর্থ সম্পাদক), সাইদুল ইসলাম আকাশ (সহ অর্থ সম্পাদক), আব্দুল্লাহ আল মুনতাসীর (সাংগঠনিক সম্পাদক), হৃদয় ফারুকী (সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক), আল ওয়ালিদ শাকিল (শিক্ষা বিষয়ক সম্পাদক), নওশাদ নাছের (পাঠাগার বিষয়ক সম্পাদক), মোহাম্মদ হেলাল (সিনিয়র সদস্য), মোহাম্মদ নাইম উদ্দিন (সিনিয়র সদস্য), জহিরুল ইসলাম ফাহিম (সিনিয়র সদস্য)।

উক্ত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র সুন্নি সংগঠনের সদস্য জোবাইয়ের বিন হাসান, ইনজামাম আলম জিসান প্রমুখ৷