আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে জিয়াউল করিম (৪) নামে একটি শিশু পানিতে ডুবে মারা গেছে। শিশুটি ওই গ্রামের হালিম আকন এবং বিউটি দম্পতির সন্তান। বাবা ঢাকায় সিএনজি চালক এবং মা গার্মেন্টকর্মী। ছেলেটিকে তারা বাড়িতে দাদি হাসিনা বেগমের কাছে রেখেছিলেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টার সময় দাদির অজান্তে পুকুর পারে খেলতে গিয়ে পানিতে পরে তার মর্মান্তিক মৃত্যু হয়। অনেক খোজাখুজির পর পুকুর থেকে মৃত্যু অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।