বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিরাপদে ও স্বঃস্তিতে রাখার মাধ্যমে আমরা জনতার পুলিশ হতে চাই। 

এ লক্ষ্যে পুলিশ দিন-রাত পরিশ্রম করছে। ঈদ-পুজোতেও পুলিশের ছুটি মিলেনা। মানুষকে নিরাপদে রাখার এ চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের পাশাপাশি সমাজের ভালো মানুষদেরকে সহযোগিতার হাত বাড়াতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুরের ডেমাজানী পালপাড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

ডেমাজানী পালপাড়া মন্দির কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক অরুণ কুমার সরকারের সভাপতিত্বে এবং আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ হেড কোয়ার্টার্সের এআইজি সুনন্দা রায়।

আমন্ত্রিত অতিথি ছিলেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ।

অন্যান্যের মধ্যে অংশ নেন, শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সহ অনেকেই।