আসন্ন নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী সূবর্ণচরের মোঃ রফিক উল্যাহ

রাশেদুল ইসলামঃ আসন্ন নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে সূবর্ণচর উপজেলার ৮নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য প্রার্থী সূবর্ণচরের কৃতি সন্তান মোঃ রফিক উল্যাহ ।
এ বিষয়ে আমাদের একটি প্রশ্নের জবাবে রফিক উল্যাহ বলেন, আমি মানুষের আগ্রহে এই নির্বাচনে প্রার্থী হয়েছি। মানুষের কল্যাণে জীবনের শেষ পর্যন্ত কাজ করতে চাই।নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আমি আমার সুবর্ণচর উপজেলার সবার সহযোগিতা ও দোয়া চাই। আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলে দল ও মতের নির্বিশেষে কাজ করবো। আর সরকারের উন্নয়নের কাজগুলো বাস্তবায়নে সূবর্ণচর উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সোচ্চার হয়ে ভুমিকা পালন করবো ইনশাল্লাহ ।
আরেকটি প্রশ্নের তিনি বলেন, আসন্ন জেলা পরিষদের নির্বাচনে আমি সদস্য পদে বিজয়ী হলে এলাকার অবকাঠামো উন্নয়নে ভুমিকা রাখবো। বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কিন্তু জনপ্রতিনিধি না হওয়ায় উন্নয়নমুলক কাজে অংশ নিতে পারিনি।
এলাকার উন্নয়নের স্বার্থেই এই নির্বাচনে অংশ নেয়া। আসন্ন নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে সূবর্ণচর উপজেলার সদস্য পদে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।