ইসলামী যুব আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত

রাসেল মোল্লা কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী যুব আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, সকাল ১০টায় কলাপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা কার্যালয় ইসলামী যুব আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি আবু ইউসুফ আশ্রাফীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওঃ সিদ্দিকুর রহমান হামীম এর সঞ্চালনায় তৃণমূল সম্মেলন ২০২২অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় উপ সম্পাদক মুফতি গাজী মুহাম্মদ ওসমান গনী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় পরামর্শ পরিষদ সদস্য হাফেজ মুহাম্মদ আরমান হোসেন রিয়াদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি কে.এম ইউনুস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি, এ্যাডঃ মাওলানা মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, হাফেজ মুহাম্মদ জোবায়ের হোসাইন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবকদের রক্ষা করতে হলে ইসলামী যুব আন্দোলন এর বিকল্প নেই। যুব আন্দোলন এর মাধ্যমে যুবকদের কে আদর্শবান যুবক তৈরি করা সম্ভব। কেননা অন্যান্য যত যুব সংগঠন আছে তাদের মধ্যে অধিকাংশই মাদকাসক্ত এবং দূর্নীতির সাথে জড়িত। আর ইসলামী যুব আন্দোলন এর কোনো নেতাকর্মী মাদক, দূর্নীতি ও নারী আসক্তির সাথে কখনো জড়িত নয়।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক, মুফতি মশিউর রহমান তারিক। সাংগঠনিক সম্পাদক, মাওলানা মুহিব্বুল্লাহ্ আকন। প্রচার সম্পাদক, হাফেজ মাওলানা আব্দুস সালাম। প্রকাশনা সম্পাদক, মুফতি শোয়াইব হুসাইন জাফরী প্রমুখ।
রাসেল মোল্লা
কলাপাড়া