অভিনব কায়দায় এ্যালোভেরা ও ফুলের টবের ভিতর করে মাদক পরিবহনের সময় ৪০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা পুলিশের অভিযানে লালমনিরহাট থানাধীন গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় তিস্তা চট্টগ্রাম হইতে কুড়িগ্রামগামী মহাসড়কের উপর হইতে মোঃ ইব্রাহিম (৪১), থানা ও জেলা-লালমনিরহাট এর হেফাজতে থাকা ৪০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ইং ২৬/০৯/২০২২ খ্রিঃ সকাল ০৭.৩০ ঘটিকার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে লালমনিরহাট থানার মামলা নং- ৪৮, তারিখ-২৬/০৯/২০২২ ইং, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

বর্ণিত মাদক ব্যবসায়ী এ্যালোভেরা ও ফুলের টবের ভিতরে মাটির নিচে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ঢুকাইয়া বহন করিয়া নিয়া আসিতেছিল।

উদ্ধারকারী অফিসার-এসআই মোঃ মশিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স, লালমনিরহাট থানা, লালমনিরহাট।