উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে সৃষ্ট কিশোরীদের স্বাস্থ্য সমস্যা বিষয়ক বিশেষ ক্যাম্প

জি এম রিয়াজুল আকবর খুলনা ব্যুরোঃউপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে সৃষ্ট কিশোরীদের স্বাস্থ্য সমস্যা বিষয়ক বিশেষ স্বাস্থ্য ক্যাম্প শনিবার বাঁশখালী কমিউনি ক্লিনিক সেন্টারে উন্নয়ন প্রচেষ্টা বাগালী শাখার আয়োজনে ও পিকে এস এফ এর সহযোগীতায় অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ডাঃদীপন বিশ্বাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আশাশুনি সাতক্ষীরা এবং উন্নয়ন প্রচেষ্টা বাগালী শাখার অ্যাসিস্ট্যান্ট টেকনিকাল অফিসার নিউটিশন পারুল আক্তার ও সোহেল আমান এবং আশার আলো কিশোরী ক্লাবের সভাপ্রধান সাথী আক্তার। এবং পুষ্টি বিষয়ক সম্পাদক শামীমা খাতুন প্রমুখ। এসময় কিশোরী সদস্যবৃন্দ সহ পিভিসির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।