আসসালামু আলাইকুম।

এই কৃতিত্ব ফেসবুক বন্ধুদের, এই কৃতিত্ব আপনাদের সবার। আমি মাত্র চেষ্টা চালিয়ে যাই আরকি ইনশাআল্লাহ।

তাড়াশ থানার নওগা ইউনিয়নের সাকুয়া দিঘী গ্রামে সাত্তার ভাইয়ের বাড়ি অনাকাঙ্ক্ষিত ভাবে আগুনের পুড়ে গেলে সে বিষয়ে বিস্তারিত লিখে আমাদের সিরাজগঞ্জ গ্রুপে সাহায্যের জন্য পোস্ট করা হয় গত আগস্ট এর ২৫ তারিখে। সেখান এখন পর্যন্ত ১১,০৩৮ টাকা সাহায্য এসেছে আজ পবিত্র জুম্মার দিনে তাদের হাতে সে টাকা তুলে দেয়া হয়৷ সবাই সাত্তার ভাইয়ের জন্য এবং তার পরিবারের সবার জন্য দোয়া করবেন।

বিঃদ্রঃ দুজন ভাই দেশের বাইরে থেকে টাকা পাঠানোর জন্য কিছুদিন দেরি হয়েছে টাকা তাদের হাতে তুলে দিতে।

হিসাব আপডেটঃ

লাস্ট নম্বর 143 থেকে ১২৫০ টাকা একজন ম্যাডাম
লাস্ট নম্বর 702 থেকে ১০০ টাকা
লাস্ট নম্বর 046 থেকে ৭ টাকা
লাস্ট নম্বর 264 থেকে ২০ টাকা 📢১
লাস্ট নম্বর 438 থেকে ৫০০ টাকা
লাস্ট নম্বর 094 থেকে ১০০ টাকা
লাস্ট নম্বর 852 লাস্ট 50 টাকা
লাস্ট নম্বর 764 থেকে 50 টাকা
লাস্ট নম্বর 010 থেকে 150 টাকা
লাস্ট নম্বর 9395 থেকে 100 টাকা
লাস্ট নম্বর 8087 থেকে 50 টাকা
লাস্ট নম্বর 7410 থেকে 100 টাকা 📢২
লাস্ট নম্বর 8793 থেকে 100 টাকা

মোটঃ২৫৭৭

আরো যারা দেশ বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন তাদের নাম প্রকাশে অনুচ্ছুক তাই তাদের নাম্বার বা নাম প্রকাশ করলাম না আলহামদুলিল্লাহ সকল টাকা নগদ,বিকাশ মিলে ১১,০৩৮ টাকা হয়েছে। আর আমি মিল করে ১১,২০০ টাকা দিলাম।

দোয়া করি যারা দান করেছেন তাদের সহ তাদের পরিবার সকল সদস্যদের জন্য আল্লাহ তাদের নেক মনের আশা সহ নেক হায়াৎ দারাজ করুক।

আমিন 🤲🤲🤲🤲

ধন্যবাদান্তেঃ
মোঃ শাহিন আলম (জেছিন)