তুমি কি জানো,
পাখিরা কিভাবে গান শিখলো?
জানো না তো?
ঠিক আছে আমি বলছি,
যেদিন স্রস্টা নারী সৃষ্টি করলো সেদিন
সব গুলো ফুল এক সাথে ফুটেছিলো
আর পাখিরা মুগ্ধ নয়নে গেয়ে ওঠে গান।

তুমি কি জানো রংধনু কেনো হলো?
জানো না তো?
তবে আমি বলছি শোনো,
নারী সৃষ্টি হলে হঠাৎ বৃষ্টি থামিয়ে
রংধনু ওঠে বললো,
এই যে পৃথিবী তোমাদের ঘরে এক ঝাঁক নানা জাতের
গোলাপ আসছে
জানিয়ে গেলাম কিন্তু।

তুমি কি জানো নদীর গল্প
জানো কি নদী নারীর ই অয়বয়?
জানো না তো?
আমি বলছি,
নদীর জলে ময়লা ফেলা হয়
তথাপি সেই জলে স্নান করে শুদ্ধ হয় মানুষ।
নদী এ কুল ভাঙে আরেক কুল গড়ে
তবুও নদী নিরবধি বয়ে
ঠিক নারীর মতো
অশুদ্ধ নারী আছে
কিন্তু অশুদ্ধ একটা মাও নেই।

নারী জীবনের এক অধ্যায়ে রাজকন্যা
আরেক অধ্যায়ে কারিগর
আরেক অধ্যায়ে বিসর্জন
ঐ যে ঢাক ঢোল পিটিয়ে বরণ
তারপর জলে ভাসিয়ে দেয়া।
শিউলি ঝরে
ঘাসে দানা দানা শিশির
কাশফুল নীল শাড়ি পরে সাদা পাড়ের
কেউ কি বোঝে
এর আরো অর্থ হতে পারে?

না কেউ বোঝে না
তবুও তুমি ই জয়ীতা
কারণ পুরুষ সম্পূর্ণ হয়
তোমাতেই
আর পূর্ব পুরুষ থাকলেও
পূর্ব নারী নেই কেনো জানো?
নারী সব সময় অপূর্ব।

ঐ যে কর্মক্লান্ত লোকটি ঘরে এলে এক ঝুড়ি অভিযোগ জমিয়ে গলা ধরে বলে,
বাবা তুমি ছাড়া কেউ আমাকে ভালোবাসে না।
পুরুষ তুমি রাজ্যছাড়া রাজা হও শুধু রাজকন্যার জন্য।

অফিস ফেরত ক্লান্ত লোক অনায়াসে
ক্লান্তি মুছে আগামী সূর্য দেখার শক্তি পায়
সে ঘরে অপেক্ষারত নারীর জন্য।

শত সহস্র পৃথিবী তোমাদের দিয়েছি প্রেম
কবি লেখে কবিতা
শিল্পী আঁকে ছবি
পাগলও রাস্তায় ঘোরে পাগলি হারাইয়া
তবুও নারী একশো থেকে একা
নিরব এক নদী।

🎀🎀🎀 এটা আমার মায়াবতী — কন্যা—
কন্যা দিবসে কন্যারা হয়ে উঠুক স্বনির্ভরশীল সর্বত্র: মোঃ রাজন তালুকদার 🎀🎀🎀