নিজস্ব প্রতিবেদক, ডিডিএমঃ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে স্বাধীন বাংলা ফাউন্ডেশন সপ্তাহ ব্যাপি আয়োজন করছে ” আসুন করি জোরদার, কন্যা শিশুর অধিকার ” যা স্বাধীন বাংলা ফাউন্ডেশন এর ” শিশুর ভবিষ্যৎ, করবো নিরাপদ” প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত হচ্ছে।

সপ্তাহ ব্যাপি আয়োজনের প্রথম দিন ৫ ই অক্টোবর সকাল ১১ ঘটিকায় রংপুর সদর উপজেলার চন্দনপাঠ ইউনিয়নের রফিকুল ইসলাম মেম্বার এর উঠানে অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম (ইউ পি মেম্বার) তিনি তার বক্তব্যে ইভেন্টের প্রশংসা করেন এবং বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার পরামর্শ দেন।

অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ি রমজান মিয়া, স্বাধীন বাংলা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন, সভাপতি রাকিবুল ইসলাম, সম্পাদক মেহেদী হোসেন এবং ফুয়াদ হাসান।

স্বাধীন বাংলা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা তার বক্তব্যে, আধুনিক প্রযুক্তি বিশেষ করে মোবাইল ফোনের ইতিবাচক ব্যবহারের পরামর্শ প্রদান করার পাশাপাশি সন্তানদের খাওয়ানোর সময় ইউটিউব, ফেসবুকে ভিডিও না দেখানোর পরামর্শ দেন৷

উক্ত আয়োজনে প্রায় ২৫ জন অভিবাবক উপস্থিত ছিলেন। উপস্থিত একজনের মধ্যে রাবেয়া বেগম বলেন, আরো আগে থেকে এই ক্যাম্পেইন করা উচিত ছিল। আজকে অনেক কিছু জানলাম, আমার মেয়ে আমার ছেলের মতোই আমার গর্বের৷

আয়োজনটির সহযোগিতায় রেজওয়ান শাহিদ ফাউন্ডেশন, কো অরগানাইজার, সৌহার্দ্য ও সম্প্রতি নলেজ পার্টনার হিসেবে ছিল স্টেডিবোথ ও বেবিটিউব এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ডেইলি ঢাকা মেইল এবং দৈনিক যুগের কন্ঠস্বর।

ইভেন্ট টি সপ্তাহ ব্যাপি রংপুর জেলার বিভিন্ন স্থানে আয়োজিত হবে৷