
কবিতা:- শেষের শব

আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২২ | ১:৪৬
35 ভিউ


কলমে:- অজয় রানা রবী
হৃদয় খানি যাচ্ছে পুড়ে
রাত হলো বেরঙিন,
বন্দরে ডুবলো জাহাজ
শেষ কথা অন্তহীন।বছর সেকেন্ড বৃথা সব
নীরব খাতায় খালি,
থাকবে সবাই তবুও নেই
আত্মা বলে চলি।এটা আমার ওটা আমার
মিছে টানাটানি,
মৃত্যু যখন করবে জড়
আগুন তাপে গ্লানি।চিতায় গেলে দ্রম্ভ শেষ
হিংসা দ্বন্দ্ব কেনো রব,
নিথর দেহ থাকবে পড়ে
নামহীন মাটিতে শব।