কলমাকান্দায় ২৩ টি মদের বোতল সহ ভারতীয় নাগরিক আটক

আশিকুর রহমান,কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় ২৩ বোতল মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে (বিজিবি)।
আটককৃত রাজু মারাক সনজু (৪৫) ভারতের তুরা জেলার বাঘমারা থানার মহেষখলা গ্রামের মৃত জনসনের ছেলে।
বুধবার (৫ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ভারতীয় নাগরিকসহ দুইজনের নাম উল্লেখসহ বিজিবি বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
জানা যায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও এলাকায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মদ নিয়ে পালানোর সময় রাজু মারাক সনজুকে আটক করে। অন্যজন দ্রুত পালিয়ে যায়। পলাতক আসামির নাম বকুল মিয়া। সে পাশ্ববর্তী জেলার মধ্যনগর থানার কালাঘড় গ্রামের আ. বারেকের ছেলে। এ সময় তার কাছ থেকে ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ভারতীয় মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটকের পর দুজনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দিয়েছে বিজিবি।