রাসেল মোল্লা কলাপাড়া প্রতিনিধিঃ পবিত্র কুরআন তেলােয়াত, গিতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্যে দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য এর সভাপতিত্বে ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় পৌর শহরের শহীদ শেখ কামাল অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১৪ পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য মোঃ মহিববুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম, এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আবু বক্কর সিদ্দিকী, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জসিম। আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ রুমি, কলাপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি হিরা হাওলাদার স্বপন, মাটিন বৈরাগী, নিউ নিউ খেইন প্রমুখ। এসময়ে মুসলিম, হিন্দু, খ্রীষ্টান, এবং বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।