কাদরা ইউনিয়নের সর্বোচ্চ মর্যাদায় আমাকে আসীন করেছেন

বিসমিল্লাহির রহমানির রহিম।
সম্মানিত কাদরা ইউনিয়ন বাসী,
আসসালামুয়ালাইকুম,অন্যান্য ধর্মাবলম্বীদের আদাব।
দীর্ঘদিন ধরে হৃদয়ে সুপ্ত বাসনা লালন করছি। বিশ্ব ভূখণ্ডের শান্তির দূত নবীর রওজা জিয়ারতের। ভীষণ আকাঙ্ক্ষা ইচ্ছা এবং সামর্থ্য থাকা সত্বেও পবিত্র ভূমি নবীর দেশে যাওয়া হয়নি।
যখনই একটু বুঝতে শিখেছি, সমাজ সামাজিকতার গন্ডিতে বাঁধা পড়ে গেলাম।
বয়স যত বেড়েছে, সামাজিক কর্মকাণ্ডের নেশা আরো বেশি বিস্তৃত হয়েছে।
মানুষের ডাকে নিশ্চুপ থাকা, সম্ভব হয়না এবং পারিও না। কারো জন্য কিছু করতে পারলে,বিপদে-আপদে পাশে দাঁড়াতে পারলে আত্ম তৃপ্তি পাই। সেই আত্মতৃপ্তির লোভে আপনাদের কাছেই রয়ে গেলাম। আপনারাও আমাকে নিরাশ করেননি। কাদরা ইউনিয়নের সর্বোচ্চ মর্যাদায় আমাকে আসীন করেছেন।
এ ঋণ কখনো শোধ হবার নয়।
পরিবারের অন্যান্য সদস্যরা জীবনমান উন্নয়নে পরবাসী হলেও আমি রয়ে গেলাম সমাজ সামাজিকতা ও বাপ-দাদার ভিটা আঁকলে। পরিবারের সবাই আমাকে নিয়ে,আমার ভবিষ্যৎ নিয়ে হাতাশাও উদ্বিগ্নে থাকতেন। আমার অন্যান্য ভাইদের কূলকিনারা হলেও, আমি জীবন নিয়ে সবসময় উদাসীন। জীবনের ষোলআনা সবাই বুঝেনা, আমি সেই না বোঝার দলে!
মানুষের জন্য, মানুষের কল্যাণের প্রশ্নে, পরিবারপরিজনের আত্মসম্মান রক্ষার্থে আমি সবসময় এমনই বেহিসাবি থাকবো।
মানুষ আমাকে যে সম্মান, ভালোবাসা দিয়েছে, সে ভালোবাসাই আমার সারাজীবনের প্রেরণা এবং বেঁচে থাকার সম্বল। আমৃত্যু কাদরাবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। আগামী ২৬/৯/২০২২ সেপ্টেম্বর ওমরা পালনে সৌদি আরব যাচ্ছি।
মহান আল্লাহপাক চাইলে, অক্টোবরে ১৩/১০/২০২২ তারিখ আপনাদের কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ। কোন বিশেষ প্রয়োজন হলে 00966565187236 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমিও আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করবো।
আসন্ন শারদীয় দুর্গোৎসব, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গাপূজা। কাদরা ইউনিয়নে আওতাধীন কোথাও কোনো পূজামণ্ডপে যেন বিশৃঙ্খলা না হয় সেদিকে সুদৃষ্টি রাখবেন কারণ এখানে আমাদের সম্মান জড়িত এবং তাঁদের নির্বিঘ্নে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে সহযোগিতা করার দায়িত্বও আমাদের।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা।
কাদার ইউনিয়নবাসীর শান্তি সমৃদ্ধ ও কল্যাণ কামনায় প্রিয় নবিজির সানে দুহাত তুলে দোয়া চাইবো, আমার জন্যও আপনারা সবাই দোয়া করবেন।
মহান আল্লাহপাক সবার সহায় হোক।
খোদা হাফেজ।