
কারাবন্দী অবস্থয় স্বামী/স্ত্রী’র সাথে সময় কাটানোর জন্য কেবিন চালু

আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২২ | ৬:৫২
30 ভিউ



কারাবন্দী অবস্থয় স্বামী/স্ত্রী’র সাথে সময় কাটানোর জন্য কেবিন চালু করেছে জেলখানার ভিতর, সময় মাত্র ২ ঘন্টা।
জেলের ভেতরেই স্বামী বা স্ত্রীর সঙ্গে সময় কাটাতে পারবেন বন্দিরা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) থেকে ভারতের পাঞ্জাবের জেলে চালু হয়েছে এই নতুন নিয়ম। ভারতের এটিই প্রথম কোনো রাজ্য, যেখান এই নিয়ম চালু করল কারা বিভাগ।


এই রকম আরও খবর
