গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গ্রাম পুলিশদের মাঝে সরকারি বরাদ্দকৃত পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান ১২০ জন গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করেন।

এ সময় সরকারের সকল উন্নয়ন কাজে সকলকে সহযোগিতা করার জন্য তিনি গ্রাম পুলিশদের স্ব-স্ব এলাকায় মাদক, সন্ত্রাসী বাল্য বিয়ে, ইভটিজিং, চুরি, ডাকাতীসহ সকল অসংগতি কাজ বন্ধ করতে সচেষ্ট থাকতে সকল গ্রাম পুলিশের প্রতি আহব্বান জানান।

উল্লেখ্য, উপজেলার ১৪ টি ইউনিয়নের ১২০ জন গ্রাম পুলিশদের মাঝে সরকারি বরাদ্দকৃত পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়।

সরঞ্জামাদির মধ্যে ছিল শার্ট-প্যান্ট, বেল্ট, জ্যাকেট, ছাতা, টস লাইট, ইত্যাদি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতি কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজহারুল ইসলাম, উপ-পরিচালক স্থানীয় সরকার গোপালগঞ্জ, বিশেষ অতিথি ছিলেন সুব্রত ঠাকুর চেয়ারম্যান, উপজেলা পরিষদ, উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান সহ প্রমূখ উপস্থিত ছিলেন।