কুতুবদিয়া পুস্তক ও প্রকাশক বিক্রেতা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন বিসমিল্লাহ লাইব্রেরি স্বত্বাধিকারী মোঃ তোফায়েল আহমেদ।
শুক্রবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কুতুবদিয়া উপজেলার সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে বিসমিল্লাহ লাইব্রেরির স্বত্বাধিকারীর তোফায়েল আহমেদ ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম. হোছাইন লাইব্রেরীর স্বত্বাধিকারী মোঃ হোছাইন পেয়েছেন ৪ ভোট।
নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কক্সবাজার জেলা শাখার সভাপতি মোঃ এহেছানুল করিম ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন।
কুতুবদিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সহ বাকী সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর তোফায়েল আহমেদ বলেন, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কুতুবদিয়া উপজেলা শাখার সদস্য যারা আমাকে ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করেছেন সবার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। আমার উপর উর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।