কেন্দুয়ায় অসহায় রবিদাস সম্প্রদায়ের লোকজনকে শাড়ি-লুঙ্গি উপহার দিলেন আওয়ামী লীগ নেতা তাপস ব্যানার্জী

শামীম তালুকদার, ব্যুরো চীফ, ময়মনসিংহঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিজয়া দশমীর দিনে বুধবার (৫ অক্টোবর) দুপুরে কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকার অসহায় রবিদাস সম্প্রদায়ের লোকজনকে শাড়ি কাপড় ও লুঙ্গি উপহার দিয়েছেন উপজেলার ১০নং কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পদক তাপস ব্যানার্জী।
আওয়ামী লীগ নেতা তাপস ব্যানার্জী কেন্দুয়া পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকা ও থানা মোড় এলাকাসহ কয়েকটি এলাকায় রাস্তার পাশে বসে জুতা পালিশ ও মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করা এসব অসহায় রবিদাস সম্প্রদায়ের প্রত্যেকের হাতে একটি করে শাড়ি কাপড় ও একটি করে লুঙ্গি উপহার হিসাবে তুলে দেন।
এ সময় আওয়ামী লীগ নেতা তাপস ব্যানার্জীর সাথে বিশিষ্ট কণ্ঠশিল্পী প্রদীপ কুমার পন্ডিত, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এনামুল হক ও ছাত্রলীগকর্মী হৃদয় সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে আওয়ামী লীগ নেতা তাপস ব্যানার্জীর দেওয়া উপহার শাড়ি কাপড় ও লুঙ্গি পেয়ে দারুণ খুশি রংলাল রবিদাস, চন্দন রবিদাস, শিপন রবিদাস, বিজয় রবিদাসহ অসহায় রবিদাস সম্প্রদায়ের সকল লোকজন।
আওয়ামী লীগ নেতা তাপস ব্যানার্জী বলেন, অসহায় রবিদাস সম্প্রদায়ের লোকজন আমাদের চোখের সামনেই কেন্দুয়া বাজারের বিভিন্ন রাস্তার পাশে বসে জুতা পালিশ ও মেরামতের কাজ করে অতিকষ্টে জীবনযাপন করে আসছেন। পূজায় আমরা সকলেই আনন্দ উৎসব করি। অথচ ওদের জীবনে যেন কোনো আনন্দ নেই। তাই শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসহায় রবিদাস সম্প্রদায়ের এসব লোকজনের মধ্যে কিছু শাড়ি-লুঙ্গি বিতরণ করেছি।