শামীম তালুকদার, ব্যুরো চীফঃ নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মন্ডপে মন্ডপে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার নিমিত্তে পরিদর্শন শুরু করেছে।

শনিবার (০১ সেপ্টম্বর) সকাল থেকে শুরু হয়েছে ষষ্ঠী পূজা। সুষ্ঠু ও শান্তিপুর্ন উপায়ে উৎসব মুখর পরিবেশে কেন্দুয়া উপজেলার ৪৮ টি পূজা মন্ডপে নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল, অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন (পিপিএম) মন্ডপ পরিদর্শন করে সার্বিক খোঁজ খবর নিচ্ছেন ও বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন।

পরিদর্শনকালে শনিবার কেন্দুয়া পৌরসভার সাহাপাড়া মন্দিরে পরিদর্শন বহিতে মন্তব্য লিখে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল বলেন, সকলকে মিলে মিশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে হবে।

ডেইলি ঢাকা মেইল কে ওসি আলী হোসেন পিপি এম বলেন, সুস্ঠুভাবে উদযাপনের জন্য সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।মন্ডপে মন্ডপে কঠোর নজরদারি রাখা হচ্ছে। থানার জরুরি মোবাইল নম্বর গুলো লেমিনেটিং করে মন্ডপে মন্ডপে টানিয়ে দেয়া আছে, কোন অপরিচিত লোকের অপ্রত্যাশিত আনাগোনা দেখলেই প্রশাসনকে জানানোর আহবান জানান।

ইউ এন ও কাবেরী জালাল, ওসি আলী হোসেন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান, পূজা মন্ডপ ঘুরে তারা সন্তোষ প্রকাশ করেন এবং পূজা মন্ডপের দায়িত্বে থাকা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।