কেন্দুয়ায় মন্ডপে মন্ডপে এমপি’র আর্থিক অনুদান

শামীম তালুকদার, ব্যুরো চীফঃ সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসব উপলক্ষ্যে মন্ডপে মন্ডপে চলছে উৎসবের আমেজ। আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে প্রতিটি পূজামন্ডপ। প্রতিটি মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্হা নেওয়া হয়েছে। মন্ডপগুলোতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।
নেত্রকোণার কেন্দুয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৪৮ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিয়েছেন কেন্দুয়া-আটপাড়ার আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
সংসদ সদস্য অসীম কুমার উকিলের পক্ষে কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকার উপজেলার সবকটি মন্ডপ পরিদর্শন করে প্রতিটি মন্ডপে পরিচালনা কমিটির কাছে আর্থিক অনুদান প্রদান করেন।
এদিকে পূজারীদের খোঁজ নিতে
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি শনিবার রাতে নিজ এলাকা কেন্দুয়ায় ছুটে আসেন। পরে ওইদিন রাত থেকেই অদ্যবধি তিনি কেন্দুয়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সার্বিক খোঁজ-খবর নেন।
এসময় বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল, কেন্দুয়া উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া, মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক তালুকদার কনক, কেন্দুয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকার সহ কমিটির নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকার জানান, নিরাপত্তা জোরদার করার জন্য পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্হাপন করা হয়েছে। প্রতিটি পূজামন্ডপে সরকারী অনুদানের পাশাপাশি এমপি অসীম কুমার উকিল মহোদয় ব্যক্তিগত তহবিল থেকেও আর্থিক সহায়তা প্রদান করেছেন।