কেশবপুরের হাসানপুর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর:কেশবপুরের হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ১১ নং হাসানপুর ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে এবং কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সিরাজুল ইসলাম, কেশবপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সরদার মুনছুর আলী, জি এম আলতাফ হোসেন, শহিদুজ্জামান শাহীন, নূরুল ইসলাম সাকি, আসাদুল, জিয়ারুল, আজিজুল হক, শহিদুল ইসলাম, বুলবুল হোসেন, আব্দুল আলিম, ওজিয়ার রহমান, আলাউদ্দীন, আব্দুস সোহবান সরদার, আবুল হোসেন, তুহিন রেজা, রাসেল হোসেন রিপন, কামরুজ্জামান, শিপলু প্রমুখ। মতবিনিময় সভায় ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।