এনামুল কবির সবুজ কেশবপুরঃ যশোর জেলা পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ড কেশবপুর উপজেলা সদস্য পদে আওয়ামী লীগনেতা ও সাংবাদিক সাঈদুর রহমান সাঈদকে টিউবওয়েল প্রতীকে ভোট চেয়ে সামবার দিনব্যাপী আওয়ামী লীগনেতৃবৃন্দ ত্রিমোহিনী, মজিদপুর ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বর ও সাধারণ মেম্বরদের সাথে পৃথক পৃথক মতবিনিময় করেছেন।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য শেখর রঞ্জন দাস, উপজেল যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, আওয়ামী লীগনেতা আমানুর রহমান খান প্রমুখ।

ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনসুর রহমান আনিস-সহ ইউপি সদস্য বৃন্দ, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ-সহ ইউপি সদস্য বৃন্দ এবং সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু-সহ ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ আওয়ামী লীগনেতা ও সাংবাদিক সাঈদুর রহমান সাঈদকে টিউবওয়েল প্রতীকে ভোট দিয়ে কেশবপুর উপজেলার সাবিক উন্নয়ন করার সূযোগ দান করতে ভোটারদের নিকট আহ্বান জানান।