কেশবপুরে বিদ্যুৎ সংযােগ নিতে বাঁধা, টাকা দাবি

পরেশ দেবনাথ, কেশবপুর, যশারঃ কেশবপুরে প্রতিবেশীদের বিরুদ্ধে বাড়িতে পল্লী বিদ্যুতের সংযােগ নিতে বাঁধা দেওয়াসহ টাকা দাবির অভিযােগ উঠেছে। মঙ্গলবার সকালে ঘটনা উল্লেখ করে ভুক্তভােগী রবিউল ইসলাম নামে এক ব্যক্তি থানায় ৪ জনের বিরুদ্ধে অভিযােগ করেছেন।
অভিযােগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগদহা গ্রামের রবিউল ইসলাম ওই গ্রামের ঈদগাহ ময়দানের পাশে একটি বসতবাড়ি নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। বাড়িতে বিদ্যুৎ না থাকায় সন্তানদের লেখাপড়া করাসহ বিভিন্ন সমস্যার সম্মুখিন হচ্ছেন। পল্লী বিদ্যুতের সংযােগ নিতে কেশবপুর জােনাল অফিসে আবেদন করায় বিদ্যুৎ অফিসের লােকজন সংযােগ দিতে গেল প্রতিবেশিরা বাঁধা দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে ফিরিয়ে দেয় এবং রবিউলের কাছে ১০ হাজার টাকা দাবি করে। এ ঘটনায় তিনি বাগদহা গ্রামের আলমগীর হােসেন, ইকবাল হােসন, আছির উদ্দীন ও উজ্জলের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযােগ দিয়েছেন।
অভিযােগের বিষয় আলমগীর হােসেন বলেন, বিদ্যুতের তারটি মেইন রােড থেকে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া আমাদের বিরুদ্ধ যে অভিযােগ করা হয়েছে সেটি সঠিক নয়।
কেশবপুর থানার উপ-পরিদর্শক জয় ব্যানার্জী বলেন, অভিযােগ পেয়েছি। এ বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।