কোন ধর্মের মানুষই কারও জন্য ক্ষতিকর নয়: সালাম মূর্শেদী এমপি

মোল্লা জাহাঙ্গীর আলম, খুলনাঃ খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, শেখ হাসিনা হচ্ছেন সেই নেত্রী যিনি সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিয়ে তাদের শান্তিতে রাখার জন্য সব কিছু করেছেন।
হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি যাতে বেহাত না হয় সে ব্যবস্থা করে দিয়েছেন তিনি।ধর্ম কখনোই মানুষের মাঝে বিভাজন করে না।
কোন ধর্মের মানুষই কারও জন্য ক্ষতিকর নয়। সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।
সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে এগিয়ে নিতে হবে আমাদের সামগ্রিক অগ্রযাত্রায়।
তিনি আরো বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের কোন স্থান নেই।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
এদেশে হিন্দু-মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ সম্প্রীতিতে বসবাস করে আসছে।
স্বাধীন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ম যার যার উৎসব সবার।
গত ৫ই অক্টোবর দিনব্যাপী রূপসা উপজেলার ৫টি ইউনিয়নের পূজামন্ডব পরিদর্শনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেছেন।