কয়রার কৃতি সন্তান ডাক্তার সুজিত কুমার বৈদ্য’র অনন্য কৃতি

জি এম রিয়াজুল আকবরঃ কয়রার কৃতি সন্তান ডা.সুজিত কুমার বৈদ্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠান,নিটোর, পুংগু হাসপাতাল থেকে অর্থোপেডিক বিষয়ে ডি.অর্থো পাশ করার মাধ্যমে অর্থোপেডিক বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার গৌরব অর্জন করেছেন।
তিনি কয়রা উপজেলার দক্ষিন মদিনাবাদ গ্রামের কিরণ কৃষ্ণ বৈদ্য ও সুচিত্রা রাণী দম্পত্তির তৃতীয় সন্তান।
ডা.সুজিত কুমার বৈদ্য ২০০৫ সালে এসএসসি পরীক্ষায় কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে যশোর বোর্ডে মেধা তালিকায় স্থান দখল করেন। তিনি কয়রা উপজেলার গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ছাত্র। ছাত্র জীবনে তিনি তার মেধার স্বীকৃতি স্বরুপ রাষ্ট্রপতির নিকট থেকে পদক অর্জন করেছেন। তাছাড়া অজস্র পুরস্কার অর্জন করেছেন।
তিনিই কয়রা উপজেলায় একমাত্র অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন।তিনি দীর্ঘ দিন কয়রা উপজেলার গরীবের ডাক্তার হিসেবে সুনাম অর্জন করেছেন।
তিনি বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি ৩৯ বিসিএস এর একজন স্বাস্থ্য কর্মকর্তা।
উলেখ্য তার স্ত্রী ডা. পাপিয়া দে একজন সুনামধন্য ডেন্টিস।