খাগড়াছড়িতে ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান পরিচালিত

মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলা কার্যালয় কর্তৃক মিলনপুরে পরিচালিত বাজার অভিযানঃ
মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় মিলনপুরের জিকেল স্টোরকে ২ হাজার টাকা এবং উৎপাদন ও মেয়াদবিহীন মোড়কজাত তরল দুধ সংরক্ষণ করায় নিলয় স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা। সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর নাউচিং চৌধুরী এবং জেলা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা বলেন, জনস্বার্থে অভিযান চলমান থাকবে।