খানসামায় উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি

উজ্জ্বল রায়, খানসামা প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের কুতুব ডাঙ্গা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয়টি পরিদর্শন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ,চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল,খানসামা থানা ওসি চিত্তরঞ্জন রায়,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক,কুতুব ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরনি কান্ত রায় সহ খানসামা উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।