খানসামা আত্রাই নদীতে ৬ জনের লাশ উদ্ধার

নুর আমিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ খানসামা উপজেলার আত্রাই নদী থেকে সকাল থেকে শুরু করে সন্ধা পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন।
পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকা ডুবির ঘটনায় এই লাশ গুলো পাওয়া যাচ্ছে বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে খানসামা উপজেলার জিয়া সেতু, ফরিদাবাদ, বাসুলী ও জয়ন্তিয়া ঘাট এলাকা থেকে ৫ নারীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ইউনিট এবং ও ১ শিশুর লাশ উদ্ধার করে থানা পুলিশ।
খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, ‘উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি লাশগুলোর পরিচয় সনাক্তে বোদা উপজেলায় জানানো হয়েছে।’