খানসামা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় অর্থ মন্ত্রণালয়ের সভাপতি

নুরআমিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ খানসামা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় খানসামা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক সরকার হাফিজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন সভায় সাংগঠনিক বিষয়ে আলোচনা তুলে ধরেন এবং তিনি জানান যে, আগামী ১০ অক্টোবর চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশন ও ১১ অক্টোবর খানসামা উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
উক্ত কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় আওয়ামীলীগের বিশিষ্ট নেতা, এম পি, মন্ত্রী গণ উপস্থিত থাকবেন।
বর্ধিত সভায় প্রধান অতিথি আবুল হাসান মাহমুদ আলী এম পি সভাপতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটি তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন।
জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীক প্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন কে খানসামা উপজেলা আওয়ামীলীগের সকল নেতা কর্মির ঐক্যতায় বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে বিজয় অর্জন করে খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে, তাই তিনি বলেন ঐক্যতার বিকল্প নেই।
আগামী ১১ অক্টোবর সকলের সার্বিক সহযোগিতা ও উপস্থিতির মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশনকে সফল করার জন্য সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন ও খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান আহবান জানিয়েছেন।