খুলনার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন মিসেস সারমিন সালামের

মোল্লা জাহাঙ্গীর আলম, খুলনা জেলা প্রতিনিধিঃখুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিনী ও এনভয় গ্রুপের চেয়ারম্যান সারমিন সালাম মঙ্গলবার ৪ই অক্টোবর ২০২২ এর দুপুরে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হওয়া রোগীদের সাথে বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন এবং মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মোঃ সফিকুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,
উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুল মজিদ ফকির,ইউপি চেয়ারম্যান মো:জাহাঙ্গির শেখ,কামাল হোসেন বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,
জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল গফুর খান,এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান উসমানী রিচি,
সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা,মাধুরী সরকার, মমতা হেনা জোসনা,
রোমেছা বেগম, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবণ, মাসুম শেখ, রাবেয়া বেগম,লিপিকা দাস, হোসনেয়ারা পারভীন, যুবলীগ নেতা মো: রবিউল ইসলাম, তারেক আজিজ,
খায়রুজ্জামান সজল, কৃষকলীগের আজিজুল ইসলাম, ছাত্রলীগের আরিফুল ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন, রাসেল শেখ, খলিলুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।