
গভীর সুন্দর বন এলাকার কুলতলি থানার পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষের মধ্যে পুজো র বস্ত্র বিতরণ।

আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২২ | ১২:২৪
52 ভিউ


কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের উদ্দোগে গভীর সুন্দর বন এলাকার কুলতলি থানার অন্তর্গত নদীর চর এলাকার গরীব ও অসহায় মানুষের মধ্যে দুর্গা পূজা উপলক্ষে ছোট বাচ্চাদের এবং বড়দের জন্য বস্ত্র পরিধান বিতরণ করেন কুলতলি থানার আই সি নেতৃত্বে থানার অধীনস্থ পুলিশ কর্মকর্তারা। এবং নারীদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ করেন। এই মহৎ কাজে সাহায্য করতে এগিয়ে আসেন বারুইপুর জেলা পুলিশ। কুলতলি নদী ও বাধঁ এবং গভীর সুন্দর বনের বিভিন্ন গ্রামে সকাল থেকে নৌকা ও পুলিশ বোর্ড নিয়ে এই কাজে নেমে পড়েন।।

সর্বশেষ সংবাদ
