গরু চুরি করতে এসে গৃহবধূ কে একা পেয়ে বলৎকার করতে হাসনাবাদে ধরা পড়ল দুই চোর

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাত থানার অন্তর্গত খরমপুরে ফাঁকা গোয়াল ঘর থেকে গরু চুরি করতে এসে এক গৃহবধূ র উপর চড়াও হয় দুই গরু চোর। এবং ফাঁকা বাড়িতে একা গৃহবধূ কে পেয়ে ধর্ষণ করতে গিয়ে গৃহবধূ র চিৎকারে ধরা পড়ে যায় দুই গরু চোর। পরে গ্রাম বাসিন্দাদের মিলিত মারধরের ফলে আহত হয় দুই গরু চোর। অভিযুক্ত দুই গরু চোরের নাম আমজাদ মোল্লা ও সাজ্জাদ হোসেন মোল্লা। একজনের বয়স {২১]অপর জনের বয়স {২৬], অভিযুক্ত ব্যক্তিদের ধরে থানার পুলিশের কাছে দেওয়া হয়েছে। এবং বসিরহাট জেলার এস পি পি জোবি থমাস জানান যে অভিযুক্ত কে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ধর্ষণের কেস দেওয়া হয়েছে। এই অভিযোগকারী মহিলা কে মেডিকেল করা হয়েছে এবং তার গোপন জবানবন্দী নেওয়া হয়েছে। আজ দুই গরু চোর কে বসিরহাট জেলার আদালতে হাজির করানো হয়। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।।