চাঁপাইনবাবগঞ্জে ট্রান্সফরমার চুরির মূল হোতা সহ আটক-২

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন ০৭ নং চৌডালা ইউনিয়নের লাইনপাড়া বোমভাতর গ্রামস্থ ১নং আসামী মোঃ বাইরুল ইসলাম (আমিন) (৪৩), পিতা-মৃত আনসার হেকিম এর দোকানের ভিতর হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে।
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৫ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ ০০:৫০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কৃষি কাজে ব্যবহৃত (ক) বৈদ্যুতিক ট্রান্সফরমার কভার-০৩(তিন)টি, (খ) এ্যালুমিনিয়ামের তার-১৮(আঠার) কেজি, (গ) তামার তার-৪৫(পঁয়তাল্লিশ) কেজি, (ঘ) তামার ও মেইন তার-২০(বিশ) কেজি, (ঙ) এ্যালুমিনিয়াম ও রডের টুকরা-২০(বিশ) কেজি এবং আয়রন তারের টুকরা-০৩ কেজি সহ আসামী ১। মোঃ বাইরুল ইসলাম (আমিন) (৪৩), পিতা-মৃত আনসার হেকিম, মাতা- মোছাঃ তাহেরা বেগম, সাং-লাইনপাড়া বোমভাতর, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ আব্দুল্লাহ হোসেন (২৫), পিতা-মোঃ আমির হোসেন, মাতা-মোছাঃ আন্জু বেগম, সাং-পঞ্চবটি খড়বোনা, থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা একটি সংগঠিত চোর সিন্ডিকেটের সদস্য যারা কৃষি কাজে ব্যবহৃত ট্রান্সফরমার এবং অন্যান্য বৈদ্যুতির সরঞ্জামাদি চুরি করে বিভিন্ন ক্রেতার কাছে বিক্রি করত।
উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে সিপিসি-১ এর একটি ছায়া তদন্তকারী দল উক্ত বিষয়ে তদন্ত করে চোর চক্রের ০২ জন সদস্যকে উপরে উল্লেখিত মালামালসহ হাতেনাতে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। র্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।