চাঁপাইনবাবগঞ্জে ২টি ওয়ান শুটার গানসহ ০১জন আটক

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন রানীহাটি ইউনিয়নের মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড সংলগ্ন জনৈক জিকেন ডাক্তার (৬৫), পিতা মৃত লতিফ বিশ্বাস এর ধানের চাতালের গেইটের সামনে পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৯ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ ২৩:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে (ক) ওয়ান শুটার গান-০২টি, (খ) মোবাইল ফোন-০১টি এবং (গ) সীমকার্ড-০১টি সহ আসামী ১। মোঃ সাদেকুল ইসলাম (৩৩), পিতা-মৃত কান্তু মিয়া, মাতা-নুরবানু বেগম, সাং-আতাহার বোলনপুর, থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে বহন করার সময় র্যাবের অপারেশন টিম দ্বারা ধৃত হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।র্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।