চুকনগর বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

সরদার বাদশা নিজস্ব প্রতিনিধিঃ খুলনা ডুমুরিয়ায় বজ্রপাতে বিল্ল মঙ্গল দাস (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ১.৩০ মিনিটের দিকে ঘটনা ঘটে । মৃত ব্যক্তি ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের বাবুরাম দাসের ছেলে।
স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়,আজ মঙ্গলবার সকালে বিল্ল মঙ্গল দাস প্রতিদিনের ন্যায় মাঠে কাজ করতে যান। দুপুর ১২ টার দিকে প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত হয়। কিন্তু দুপুর২ টা বেজে গেলেও তিনি বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে মাঠে খুঁজতে গিয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তার লাশ বাড়িতে নিয়ে আসা হয়।
বিল্লু দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন।