ছাতকের উত্তর খুরমা ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্টিত

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ইং উপলক্ষে উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে (গত ৩ অক্টোবর) সোমবার সকালে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে।
এতে সকল ইউপি সদস্য ও সদস্যা সহ সবাইকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সচেতন ভুমিকা পালনের আহবান জানানো হয় এবং বিষয়টি এলাকায় প্রচার করে সবাইকে এ বিষয়ে সচেতন করার ও আহবান জানান ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমেদ।
ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমেদের সভাপতিত্বে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, ইউ পি সদস্য সায়াদুর রহমান, নুর উদ্দিন, জয়নাল আবেদীন, কয়সর আহমদ, সদস্যা রুপতন মালা, মিটু রানী পাল, রুকসানা বেগম প্রমুখ।
এ সময় ইউনিয়নের গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।