ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ 

ছাতকে শামিম আহমদ (৩০)নামের কুখ্যাত এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমানের দিক নির্দেশনায় এসআই আসাদুজ্জামান রাসেল শহরের কোর্ট পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে (৩৫০পিস ইয়াবা সহ) গ্রেফতার করতে সক্ষম হন। সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের মৃত জনাব আলীর পুত্র ও বর্তমানে পৌর শহরের বাঘবাড়ি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক-চুরি সহ ১১ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন ছাতক থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান রাসেল।