গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের জাতীয় মু‌ক্তি‌যোদ্ধা কাউ‌ন্সিল (জামুকা) অনুমোদিত একমাত্র সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সোলায়মান হোসেন মিয়া এর অনুদা‌নে জাতিরপিতা বঙ্গবন্ধুর কন্যা, দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মদিনে ঘর উপহার।

উক্ত ঘর উপহার অনুষ্ঠান হ‌য়, একডালা পুনর্বাসন কে‌ন্দ্রে ৩০ শে সে‌প্টেম্বর সকাল ১১ ঘ‌টিকায়।

ঘর উপহার অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে ছি‌লেন, বীর মু‌ক্তি‌যোদ্ধা এ্যাড‌ভো‌কেট কে এম হো‌সেন আলী হাসান, সভাপ‌তি সিরাজগঞ্জ জেলা আওয়ামীলী‌গ ও ‌পৌর আওয়ামীলী‌গের সভাপ‌তি মোঃ হা‌কিম ও ওয়ার্ড আওয়ামীলী‌গের অনন্যান্য সদস্য সহ বাংলা‌দেশ মু‌ক্তি‌যোদ্ধা সন্তান সংস‌দের সভাপ‌তি মোঃ কিব‌রিয়া হাসান রিপন, সি‌নিঃ যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফি‌রোজুল ইসলাম ফি‌রোজ ও জেলা নির্বাহী সদস্য আলী আহসান লাবন্য ম‌হিলা ও শিশু বিষয়ক সম্পাদক মোছাঃ ঝিনা খাতুন ও নির্বাহী সদস্য না‌দিয়া পারভীন আশা সহ আরও মু‌ক্তি‌যোদ্ধার সন্তানগণ।

উক্ত অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি বীর মু‌ক্তি‌যোদ্ধা এড‌ভো‌কেট হো‌সেন আ‌লী হাসান ঘ‌রের অসম্পূর্ণ কা‌জের জন্য ১০০০০ টাকা আরও অনুদান প্রদান ক‌রেন প্রধান মন্ত্রী শেখ হা‌সিনার জম্ম দি‌নের উপহার স্বরুপ।