“জাগো আন্দুলবাড়ীয়া”সংগঠনের তালের আঁটি বপণ কর্মসূচি বাস্তবায়ন

স্টাফ রিপোর্টের মোঃ রিয়াদ মন্ডলঃ চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, আন্দুলবাড়ীয়া জনপ্রিয় সামজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন” জাগো আন্দুলবাড়ীয়া” বৃক্ষরোপন করে আন্দুলবাড়ীয়া কার্যক্রম সম্পূর্ণ করল।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৪ টার সময় আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুর থেকে কুবড়েগাড়ী রেল গেট পর্যন্ত রাস্তার দুই পাশে তালের আঁটি বপণ করা হয়। এলাকায় বৃক্ষরোপনের মাধ্যমে প্রজেক্টটির চলমান আরেকটি পর্ব সম্পন্ন করা হয়। “জাগো আন্দুলবাড়ীয়া ”
পরবর্তী প্রজন্মে রাস্তার সৌন্দর্য নিয়ে কাজ করছে জাগো আন্দুলবাড়ীয়া সংগঠন। তারই ধারাবাহিকতায় এবার রাস্তার দু’পাশে তালের আটি বপণ কার্যক্রম শুরু হয়েছে।
আজকের এই কর্মসূচির উদ্বোধন করেন জাগো আন্দুলবাড়ীয়া সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক।আজকের কর্মসূচির প্রধান নেতৃত্ব দেন জাগো আন্দুলবাড়ীয়া সংগঠন এর সভাপতি মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল। এছাড়াও উপস্থিত ছিলো সংগঠন সদস্য বিন্দু গন।
“জাগো সংগঠনের” ইশতিয়াক আহমেদ, ইব্রাহিম, আকাশ হোসেন,সয়ন মিয়া,নিলয় পারভেজ,মোশতাক আহমেদ,তাসনীম মোস্তাফিজ,সৌরভ হোসেন,নাইমুর জিহাদুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলো।