জাতীর জনকের স্মরনে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা

(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও কেক কাটা অনুষ্ঠান অনুস্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ২০টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল শেডে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্কুল থেকে আগত কোমলমতি খুদে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চুয়াডাঙ্গা, মোঃ সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, এম এ আব্দুর রাজ্জাক খান, চেয়ারম্যান, মিনিস্টার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), আতিয়ার রহমান, জেলা শিক্ষা অফিসার, মোঃ তবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চুয়াডাঙ্গা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স, জেলার বিভিন্ন স্কুল থেকে আশা কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দ, অভিভাবক বৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পরবর্তীতে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।