জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ-দূর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন-

ডা. আজাদ খান,জামালপুর জেলা প্রতিনিধিঃ তাং ০৩ অক্টোবর ২০২২ খ্রী.জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসসহ সর্বত্র লাগামহীন ঘুষ-দুর্নীতির প্রতিবাদে এবং সেবা গ্রহীতাদের হয়রানিমুক্ত সেবা দানের দাবিতে মানববন্ধন করেছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।
গত শনিবার দুপুরে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অনুষ্ঠিত ঘন্টাকালব্যাপী আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন, আওয়ামী লীগ নেতা আমির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দালালের উৎপাতে জামালপুর পাসপোর্ট অফিসে সাধারণ মানুষ ঢুকতে পারে না। ঘুষ ছাড়া মেলেনা পাসপোর্ট।
তাছাড়া জেলার সরকারি দপ্তরের কোন অফিসেই ঘুষ ছাড়া কোন কাজ হয় না। দালাল ও ঘুষ-দূর্নীতিমুক্ত পাসপোর্ট অফিসসহ সকল অফিসে দুর্নীতি বন্ধ এবং সেবা গ্রহীতাদের হয়রানীমুক্ত সেবা দান নিশ্চিত করতে হবে।