স্টাফ রিপোর্টার, মোঃ রিয়াদ মন্ডলঃ চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া জীবননগর থানা এলাকা হইতে পরোয়ানাভুক্ত আসামী ১। মোঃ শাকিল আহমেদ (শাকিব) পিতা-মোঃ আমিনুল ইসলাম মিনা, সাং-সুটিয়া বাজারপাড়া, ২। রুপভান বেগম, পিতা-মৃত ওসমান মন্ডল, স্বামী-মোঃ আব্দুল করিম, সাং-সিংনগর (ব্রীজপাড়া), ৩। কাবিল মন্ডল, পিতা-মৃত আহম্মদ মন্ডল, ৪। বুধো মন্ডল, পিতা-মৃত ইসাহাক মন্ডল, উভয় সাং-আন্দুলবাড়ীয়া ৫। মোঃ মানিক মন্ডল, পিতা-মৃত এনামুল হক মন্ডল, ৬। মজিবর রহমান, পিতা-মৃত আহম্মদ মন্ডল, উভয় সাং-আন্দুলবাড়ীয়া গোডাউন পাড়া, ৭। লিটন শেখ (৫০), পিতা-মৃত শওকত শেখ, ৮। নুৎফুন নেছা পাখি (৪৫), স্বামী-লিটন শেখ, উভয় সাং-আন্দুলবাড়ীয়া বাজারপাড়া, ৯। মোঃ রসুল মালিথা, পিতা-মৃত পান্জু মালিথা, সাং-সুটিয়া দক্ষিনপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদেরকে গ্রেফতার পূর্বক অদ্য ০৩/১০/২২ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।