জীবনের ঝুঁকি নিয়ে নদীতে মাছ শিকার

মাজহারুল ইসলাম দিহান, বরিশাল ব্যুরো প্রধানঃ বাংলাদেশ নদীমাতৃক দেশ। জীবনের ঝুঁকি নিয়ে নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন এ দেশের অসংখ্য মৎস্যজীবিরা।
২০ বছর ধরে জীবীকার তাগিদে নদীতে মাছ শিকার করেণ ঘোষের হাট মৎস্য পাড়ার নাসিম মাঝি (৪০)। মৎস্য পেশায় ঠিকমত সংসারের খরচ চালাতে পারেন না। তাই বছরের অধিকাংশ সময় যখন নদীতে পর্যাপ্ত মাছ পাওয়া যায় না তখন কৃষি কাজ করেন। এছাড়াও ছোট থেকেই নদীতে মাছ শিকার করেন মৎস্যজীবী সাহেদ আলী (৪০)।
ডেইলি ঢাকা মেইল কে তিনি জানান, তেতুঁলিয়া নদীতে মৌসুমের শুরুর দিকে তেমন মাছ পাওয়া না গেলে ও মৌসুমের শেষের দিকে পাওয়া যায়। ঘোষের হাট মৎস্য পাড়ার মৎস্যজীবীরা নিষেধাজ্ঞা চলা কালীন সময়ে নদীতে মাছ শিকার থেকে বিরত থাকেন। সাহেদ আলী নিজে জীবনের ঝুঁকি নিয়ে গভীর সাগরে মাছ শিকার করে। জেলে কাজ করেই ছেলে-মেয়েদের পড়াশুনা করান তিনি।