জয় হোক জার্মানির

মোঃ জুনায়েদ ইমরান, ক্রীড়া বিষয়ক সম্পাদক, ডিডিএমঃ মনে রাখবেন ফুটবল কখনো পরিসংখ্যান কিংবা প্রেডিকশনের উপর ধারনা করে খেলা হয় না। যে দিন যে টিম ভালো খেলবে সেদিন সে টিম জিতবে। সেক্ষেত্রে শক্তিশালী টিমও মাঝে মধ্যে হোচট খায় কারন সেদিন তারা ভালো না খেলায়। একটা জিনিস দেখুন…
অনেকেই হয়তো জার্মানির ২ টা ম্যাচ দেখে হতাশ হতে পারেন।তবে কিছু বিষয়ের দিক খেয়াল করুন!!
যেই জার্মানি গত জুনে ইতালি কে ৫ গোল দিলো, আজ সেই ইতালিই কিন্তু হাংগেরি কে ২ গোল দিয়ে সেমিফাইনালে উঠে গেলো! অথচ এই ইতালি গত মার্চে বিশ্বকাপ কোয়ালিফাইয়ের ম্যাচে নর্দান মেসিডোনিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো।আবার এদিকে হাংগেরি গত ম্যাচে জার্মানিকে হারালো, তার আগে ইংল্যান্ডের মাটিতে ৪ গোলে জিতে আসলো।অবাক পরিসংখ্যান!! এটাই ফুটবল!!
এটাই ফুটবলের সৌন্দর্য!!
আবার দেখুন! জার্মানির মতো ফ্রান্সও কিন্তু গতকাল ডেনমার্কের কাছে ২ গোলে হারলো! পরশু দিন স্পেনও কিন্তু সুইজারল্যান্ডের কাছে হেরেছে। সুতরাং ফুটবল কখনো পরিসংখ্যান দিয়ে চলে না। মনে রাখবেন! জার্মানি কিন্তু পূর্ন শক্তির টিম নিয়ে খেলায় নি। আর তার উপর ২ টা ম্যাচেই কিন্তু খারাপ খেলে নি। জাস্ট ছোট ছোট কিছু সমস্যা রয়েছে। যেগুলো বিশ্বকাপের আগে কাটিয়ে উঠা সম্ভব। আর তাছাড়া ইংল্যান্ড গত জুনে রেফারির কল্যানে হারা ম্যাচ ড্র করেছে। আজও ভাগ্য সহায় হলে আমরা জিতেই ফিরতে পারতাম। তাহলে হয়তো আমরা সেমিতেও নাম লিখাতে পারতাম।
সুতরাং হতাশ হওয়া কোনো কারন নেই। মনে রাখবেন জার্মানি বিশ্বকাপের ঐতিহাসিক টিম। যাদের বিশ্বকাপ রেকর্ড স্বয়ং সম্পুর্ন। এমনিতে মাঝেমধ্যে অনেক ম্যাচেই ড্র কিংবা হেরে যায়। কিন্তু বিশ্বকাপ আসরে ফেভারিট তকমা টা ঠিকই নিজেদের গলায় ঝুলিয়ে নেয়। বিশ্বকাপ টুর্নামেন্টে কেউই জার্মানিকে ফেস করতে চায় না।
যারা হতাশ কিংবা চিন্তিত তারা স্পেন কিংবা ফ্রান্সের দিকে খেয়াল করুন!! তারাও বাজে খেলছে। সুতরাং এটা হতেই পারে। এই স্পেন আবার ঠিকই বিশ্বকাপে ভালো খেলতে পারে।
অনেকেই বলছে বিশ্বকাপে স্পেনের বিপক্ষে পারবে না জার্মানি, হেন তেন, ইত্যাদি!!! আমি মনে করি জার্মানি স্পেনের সাথেই ভালো খেলবে। বরং জাপান – কোস্টেরিকা ভোগাতে পারে।কারন তারা ছোট টিম।তাদের কাজই হচ্ছে বাস পার্ক করা অর্থাৎ ১১ জন ডিফেন্স লাইনে দাঁড়িয়ে যাওয়া। কোনোরকম ড্র করাই তাদের লক্ষ্য।
সুতরাং ভয় কিংবা চিন্তিত হওয়ার কোনো কারন নেই। আশা রাখুন। অন্তত মনের যত রাগ ক্ষোভ আছে তা বিশ্বকাপের আগে নয় বরং বিশ্বকাপের পর প্রকাশ করুন (যদি বিশ্বকাপে বাজে খেলে)
আমাদের টিমের কম্বিনেশন ঠিক হলে সব সমস্যা দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ ভালো কিছুর অপেক্ষায় থাকুন। একটু ধৈর্য্য ধরুন।হতাশ হবেন না। ধৈর্য্যের ফল সুমিষ্ট। সবাইকে ধন্যবাদ। ❤️
জয় হোক জার্মানির 🇩🇪💪🖤