ঝিনাইদহে ৫ বছর পলাতক আসামী র্যাবের হাতে গ্রেফতার

তরিকুল ইসলাম তারেক: ঝিনাইদহের হরিনাকুন্ডে দীর্ঘ ০৫ বছর ধরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার সিআর নং- ৭৩০/১৭ এর নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ওয়ারেন্টভুক্ত দীর্ঘ ০৫ বছরের পলাতক আসামী ঝিনাইদহ জেলার সদর থানার আরাপপুর বাজারস্থ এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত নারী ও শিশু নির্যাতন মামলার দীর্ঘ ০৫ বছর ধরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী- মোঃ রফিকুল ইসলাম (৩৪), পিতা- নিফা ইসলাম, সাং- ভাইনা, থানা- হরিণাকুন্ডু, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।